ইউএইর অনুমোদন পেলো শাহজালালের পিসিআর ল্যাবগুলো

Share Now..

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬ আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকলো না বাংলাদেশিদের। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। চিঠিতে ল্যাবগুলোর অনুমোদনের বিষয়টি রয়েছে। সেখানে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে। তবে সফরে আগ্রহী যাত্রীকে অবশ্যই তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এরপরই সে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *