ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া

Share Now..

ইউক্রেনের পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করতে ন্যাটোর মাধ্যমে অস্ত্র পাঠাতে সহায়তা করবে অস্ট্রেলিয়া। ক্যানবেরার পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসেছে।

রবিবার সকালে সিডনির একটি গির্জায় ইউক্রেনিয়ান-অস্ট্রেলিয়ানদের সঙ্গে প্রার্থনায় যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপরেই তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তহবিল গঠনের ঘোষণা দেন।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে সত্যের পক্ষেই থাকবে অস্ট্রেলিয়া। আমাদের ন্যাটো অংশীদার, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাধ্যমে যতটুকু সম্ভব ইউক্রেনকে সাময়িক সহায়তা দেওয়ার চেষ্টা করব আমরা।

এদিকে ইউক্রেনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। চলমান সংঘাতে ইউক্রেনকে সমর্থন তার সরকারের কর্তব্য উল্লেখ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ভ্লাদিমির পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও ইউক্রেনকে সমর্থন আমাদের কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *