ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম দিতে চলেছে ওয়াশিংটন

Share Now..


রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে উন্নত প্যাট্রিয়ট প্রণালী হস্তান্তরের সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রশাসন। এদিকে বিপর্যস্ত নাগরিক পরিষেবা চালু রাখতে ১০০ কোটি ইউরো সহায়তা পাচ্ছে ইউক্রেন।রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুইটি সুখবর পেলো। প্রথমত প্যারিসে আয়োজিত দাতা সম্মেলনে সে দেশের জন্য প্রায় ১০০ কোটি ইউরো অঙ্কের সহায়তার অঙ্গীকার করা হয়েছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র সম্ভবত বৃহস্পতিবারই (১৫ ডিসেম্বর) ইউক্রেনকে উন্নত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেবার সিদ্ধান্ত নিতে চলেছে। একাধিক সংবাদ মাধ্যম মার্কিন প্রশাসনকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে। বলা বাহুল্য, আকাশ সীমা সুরক্ষার এমন প্রণালী হাতে পেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের খুবই সুবিধা হবে। বিশেষ করে জ্বালানি অবকাঠামোর উপর আরও হামলা এড়াতে পারলে সে দেশের সাধারণ মানুষের দুর্দশা কিছুটা কমানো যাবে। ওয়াশিংটন ও কিয়েভের প্রশাসন অবশ্য বিষয়টি নিয়ে আপাতত নীরব রয়েছে।

যুদ্ধক্ষেত্রে প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা অবশ্য বেশ জটিল প্রক্রিয়া। বিশাল এই সরঞ্জাম চালাতে অনেক সেনার প্রয়োজন হয়। সাধারণত বেশ কয়েক মাসের প্রশিক্ষণের পরেই কোনো সেনাবাহিনী সেই সিস্টেম কাজে লাগাতে পারে।

তবে এক্ষেত্রে সময়ের অভাবে সম্ভবত জার্মানিতে ইউক্রেনীয় সেনাদের ‘ক্র্যাশ কোর্স’ দিয়ে ইউক্রেনে যত দ্রুত সম্ভব পেট্রিয়ট প্রণালী চালু করতে চায় ওয়াশিংটন। উল্লেখ্য, অ্যামেরিকা এর আগে ইউক্রেনকে ‘ন্যাসাম্স’ এয়ার ডিফেন্স প্রণালী হস্তান্তর করেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সেই প্রণালী অত্যন্ত সফলভাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আগেভাগেই অকেজো করে দিচ্ছে। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের আঁচ পেয়ে রাশিয়া তর্জন গর্জন শুরু করে দিয়েছে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ন্যাটোকে সতর্কতা দিয়ে জানিয়েছেন, ইউক্রেনকে পেট্রিয়ট প্রণালী দিলে রাশিয়া সেই পদক্ষেপকে প্ররোচনা হিসেবে গণ্য করবে। মস্কো এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তি প্রস্তাবও উড়িয়ে দিয়েছে।

ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে উলটে ইউক্রেনের পূর্বাংশে জবর দখল মেনে নেবার পালটা প্রস্তাব দিয়েছে রাশিয়া। মঙ্গলবারও ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলেছে। বাখমুট নামের ছোট এক শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েক মাস ধরে গোলাবর্ষণ চলছে।

মঙ্গলবার প্যারিসে এক দাতা সম্মেলনে প্রায় ৭০টি দেশ ও প্রতিষ্ঠান ইউক্রেনের জন্য ১০০ কোটি ইউরোর বেশিসহায়তার অঙ্গীকার করেছে। রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের পানি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও পরিবহণ পরিষেবা চালু রাখতে সেই সহায়তা কাজে লাগানো হবে।

One thought on “ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম দিতে চলেছে ওয়াশিংটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *