ইউক্রেনজুড়ে রাশিয়ার ‘মিসাইল বৃষ্টি’

Share Now..


ইউক্রেনজুড়ে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, দেশজুড়ে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার প্রেক্ষিতে কিয়েভের মেয়র বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ইলেক্ট্রনিক ডিভাইসে চার্জ দিতে ও পানি স্টকে রাখার কথাও বলেছেন তিনি। রাশিয়ার সবশেষ এ হামলায় এখন পর্যন্ত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া হামলায় লভিভের ৯০ শতাংশ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে অঞ্চলটির মেয়র দাবি করেছেন। তবে ইউক্রেনের বাহিনী রাশিয়ার ছোড়া অন্তত ৫৬ টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির যুদ্ধ। এতে দুই পক্ষে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

One thought on “ইউক্রেনজুড়ে রাশিয়ার ‘মিসাইল বৃষ্টি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *