ইউক্রেনজুড়ে রাশিয়ার সিরিজ হামলা, নিহত ১২ 

Share Now..

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে চার শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি গতকাল শনিবার সতর্ক করে বলেছেন যে ভিলনিয়ান্সক গ্রামে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেছেন, জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার সাতজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন শিশু রয়েছে। 

এ ছাড়া ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো বলেছেন, জাপোরিঝঝিয়া থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলনিয়ান্সক অন্তত ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, দিনের আলোতে এই হামলা চালানো হয়েছে- যেখানে লোকেরা সপ্তাহান্তে তাদের অবসর সময় কাটাচ্ছিলেন। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *