ইউক্রেনীয়দের নাৎসি শাসকদের হাত থেকে রক্ষা করা হবে: ল্যাভরভ

Share Now..


ইউক্রেনীয়রা তাদের স্লাভিক ভাইদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে এবং তাদেরকে নব্য নাৎসি শাসকদের কবল থেকে মুক্ত করা হবে। স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) এক তথ্যচিত্রে এমনটাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস।

রোশিয়া-২৪ টেলিভিশন চ্যনেলে প্রচার করা ওই তথ্যচিত্রে তিনি বলেন, ‘ইউক্রেনের জনগোষ্ঠীকে নব্য নাৎসি শাসকদের হাত থেকে মুক্ত করা হবে। তারা জীবনযাপনের ক্ষেত্রে তাদের স্লাভিক ভাইদের সাথে ভাল প্রতিবেশিসুলভ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমৃদ্ধি প্রত্যাশা করে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনবাস প্রজাতন্ত্রের প্রধানদের সহায়তার এক অনুরোধের জবাবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন।

রাশিয়ার এমন ঘোষণার পরপরই পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ এবং কিয়েভে অস্ত্র সরবরাহ জোরদার করে। তারা ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ইউক্রেনকে দিয়েছে।

One thought on “ইউক্রেনীয়দের নাৎসি শাসকদের হাত থেকে রক্ষা করা হবে: ল্যাভরভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *