ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে
রাশিয়া জানিয়েছে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভিয়েরোদনেৎস্কের কাছে মেটিওলকাইন দখল করেছে তারা। শহরটি তারা যখন দখল করে তখন সেখানে আশি জন বেসামরিক মানুষ ছিলেন বলে জানা গেছে। বাকি সকলেই পালিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।ইউক্রেন জানিয়েছে, শহরটি আংশিকভাবে দখল করেছে রাশিয়া। ওই শহর থেকে বাণিজ্য শহর সিভিয়েরোদনেৎস্ক খুবই কাছে। মেটিওলকাইন থেকে এবার সিভিয়েরোদনেৎস্কে রাশিয়া হামলা চালাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, রবিবার ইউক্রেনের একটি কম্যান্ড পোস্টে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে রাশিয়ার সেনার দাবি। তারা জানিয়েছে, ওই সময় কম্যান্ড পোস্টটিতে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার। আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি।
বিবৃতি দিয়ে রাশিয়া জানিয়েছে, অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।