ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এসব ড্রোন ইউক্রেন শনিবার ও রোববার রাতে মস্কোকে লক্ষ্য করে ছুড়েছে বলে দাবি করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এটাই রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলার ঘটনা। বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রাম এক পোস্টে তিনি বলেন, ‘সব মিলিয়ে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ এর আগে তিনি ২২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিলেন।
সের্গেই সোবিয়ানিন বলেন, বেশিরভাগ ড্রোন মস্কোর দক্ষিণে রামেনস্কয় ও ডোমোদেডোভো অঞ্চলের দিকে যাচ্ছিল। স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমোদেডোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। মস্কোর গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার ফলে রামেনস্কয়ের একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
খবরে বলা হয়েছে, রাশিয়া মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইউক্রেন বলেছে, রাশিয়ার বোমা হামলার জবাবে এ হামলাগুলো চালানো হয়েছে।
Play smarter, win bigger start your online gaming journey today Lucky Cola