ইউক্রেনের পাশের দেশে যাচ্ছেন বাইডেন
আগামী শুক্রবার ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলার জের ধরে ইউক্রেনের অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। সৃষ্ট মানবিক এবং মানবাধিকার সংকট, মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে, সে বিষয়ে কথা বলবেন তিনি।
এদিকে, আজ সোমবার ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ইতালির প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের ফোনালাপের কথা রয়েছে। আগামী বুধবার ব্রাসেলস যাবেন মার্কিন প্রেসিডেন্ট।