‘ইউক্রেনের সেনারাও যুদ্ধের জন্য প্রস্তুত’

Share Now..

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ শনিবার (১২ ফেব্রুয়ারি) রাশিয়াকে ‘আক্রমণকারী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তারা কোনো শহর দখল নিতে পারবে না।’

এক বিবৃতিতে রেজনিকোভ বলেন, ইউক্রেনের সেনারা যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত, তারা কোনো ইউক্রেনের জমি দখল নিতে দেবে না।

রেজনিকোভ বলেন, ২০১৪ সালে ইউক্রেনিয়রা মনস্তাত্ত্বিকভাবে কাউকে প্রতিরোধ করার জন্য প্রস্তত ছিল না। তবে এখনকার পরিস্থিতি পুরো ভিন্ন।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।

ইউক্রেনের এই মন্ত্রী বলেন, যারাই এখন আমাদের সেনার চোখের দিকে তাকিয়েছে তারা অন্তত নিশ্চিত হয়েছে ২০১৪ সালের ঘটনা পুনরাবৃত্তি হবে না। আক্রমণকারীরা কিয়েভ দখল করতে পারবে না।

দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ১৫ বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সেনা হয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে সমাধানের জন্য সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শনিবার ফোনালাপ হয়েছে। তবে এটিও উত্তেজনা হ্রাসে ব্যর্থ হয়েছে।

জো বাইডেন এ সময় সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সৈন্যরা যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে রাশিয়াকে ‘দ্রুত এবং গুরুতর ক্ষতির’ মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *