‘ইউক্রেনে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে’

Share Now..


কয়িভে ও মস্কোর মধ্যে শান্তি প্রতষ্ঠিার জন্য একটি প্রতনিধিদিলরে অংশ হসিবেে রাশয়িায় দক্ষণি আফ্রকিার প্রসেডিন্টে সরিলি রামাফোসা শনবিার তার রুশ প্রতপিক্ষ ভ্লাদমিরি পুতনিকে ইউক্রনে যুদ্ধ বন্ধরে আহবান জানয়িছেনে।ইউক্রনেরে প্রসেডিন্টে ভলোদমিরি জলেনেস্কি মস্কোর সঙ্গে আলোচনার প্রত্যাখ্যান করার একদনি পর রামাফোসা তার প্রতনিধিি দলরে গৃহীত গুচ্ছ নীত-িপ্রস্তাবনা পশে করছেনে, যা ‘বাস্তবায়ন করা খুবই কঠনি’ বলে মনে করে ক্রমেলনি।

প্রতনিধিি দলটি এমন একটি মহাদশেরে কণ্ঠস্বর নয়িে এসছেলি যা ইউক্রনে সংঘাতরে প্রতক্রিয়িায়, বশিষে করে শস্যরে দাম বাড়ার কারণে খারাপ পরস্থিতিরি মোকাবলিা করছ।ে

দক্ষণি আফ্রকিার সরিলি রামাফোসা সন্টে পটর্িাসর্বাগরে শহরতলীতে আলোচনার পর বলছেনে, ‘এই যুদ্ধ অবশ্যই আলোচনার মাধ্যমে এবং কূটনতৈকি উপায়ে নষ্পিত্তি করা উচতি।’

রাশয়িান র্কতৃপক্ষ ইউক্রনেে তাদরে সামরকি অভযিানকে র্বণনা করার জন্য ‘যুদ্ধ’ শব্দটকিে র্কাযকরভাবে নষিদ্ধি করছে।ে

রামাফোসা বলছেনে, তার প্রতনিধিি দল ‘এই যুদ্ধরে অবসান ঘটাতে চান’। এই প্রতনিধিদিলে সাতটি আফ্রকিান দশেরে নতো এবং র্ঊধ্বতন র্কমর্কতা রয়ছেনে।

রামাফোসা ১০টি নীতি তালকিাভুক্ত করছেনে, যার মধ্যে রয়ছেে সংঘাত নরিসন, দশেরে র্সাবভৌমত্বরে স্বীকৃত,ি সমস্ত দশেরে জন্য নরিাপত্তা গ্যারান্ট,ি কৃষ্ণ সাগররে মাধ্যমে নরিবচ্ছন্নি শস্য রপ্তানি এবং যুদ্ধবন্দী ও শশিুদরে তাদরে মূল দশেে ফরেত পাঠানো।

এই মশিনে দক্ষণি আফ্রকিা, সনেগোল, কমোরোস এবং জাম্বয়িার প্রসেডিন্টেরে পাশাপাশি উগান্ডা, মশির এবং কঙ্গো-ব্রাজাভলিরে র্শীষ র্কমর্কতারা অর্ন্তভুক্ত ছলিনে।

রাষ্ট্র-পরচিালতি সংস্থা আরআইএ নভোস্তি ক্রমেলনিরে মুখপাত্র দমিত্রিি পসেকভরে উদ্ধৃতি দয়িে জানয়িছেে যে পসেকভ বলছেনে, ‘যে কোনো উদ্যোগ বাস্তবায়ন করা খুবই কঠনি।’

নতোদরে রুদ্ধদ্বার বঠৈকরে পরে পসেকভ বলছেনে, ‘তবে প্রসেডিন্টে পুতনি এটি ববিচেনা করার আগ্রহ দখেয়িছেনে।’ রাশয়িার পররাষ্ট্র মন্ত্রী সর্গেইে ল্যাভরভ বলছেনে, পরকিল্পনাটি ‘আনুষ্ঠানকিভাবে তরৈি করা হয়ন।ি’

পুতনি প্রতনিধিদিলরে ‘ভারসাম্যর্পূণ’ পন্থার প্রশংসা করে বলছেনে, ‘যারা ন্যায়বচিাররে নীতরি ওপর ভত্তিি করে শান্তি বাস্তবায়ন করতে চায় এবং পক্ষগুলোর ন্যায় সংগত অধকিাররে প্রতি শ্রদ্ধাশীল তাদরে সঙ্গে গঠনমূলক আলোচনার পথ উন্মুক্ত।’

মস্কো অতীতরে পুনরাবৃত্তি করে বলছে,ে যে কোনও আলোচনার জন্য ‘নতুন আঞ্চলকি বাস্তবতা’ ববিচেনায় নওেয়া দরকার।

রামাফোসার সঙ্গে কয়িভেে আলোচনায় যুদ্ধ বন্ধরে আহবান জানানোর পরে জলেনেস্কি শুক্রবার তার অবস্থানরে পুনরাবৃত্তি করে বলছেনে, শান্তি র্অজনরে জন্য ইউক্রনেকে অবশ্যই রাশয়িার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে হব।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *