ইউক্রেনে অস্ত্র না পাঠাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া
চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রবিবার কিয়েভ সফরে এসে নতুন করে আরও ৭১৩ মিলিয়ন ডলার মূল্যের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
এদিকে, ইউক্রেনে যেন আর কোনো অস্ত্র সরবরাহ না করে, সে জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি টেলিভিশনে এ কথা বলেছেন ওয়াশিংটনে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আনাতোলি আন্তোনভ বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র ঢেলে দিচ্ছে, তখন আমরা এই পরিস্থিতির অগ্রহণযোগ্যতার ওপর জোর দিয়েছি। আমরা ওয়াশিংটনের এমন পদক্ষেপ বন্ধের দাবি জানাই।’ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে একটি অফিসিয়াল কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (২৪ এপ্রিল) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এ সময় তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।