ইউক্রেনে গ্যাস লাইন উড়িয়ে দিলো রাশিয়া

Share Now..

পূর্ব ইউক্রেনের খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে, ইউক্রেনের ‘স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস এন্ড ইনফরমেশন প্রোটেকশন’। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এমনিতেই চেরনোবিল পরমাণু কেন্দ্র রুশ সেনার দখলে চলে গিয়েছে। তার মধ্যেই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণ পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে

ইউক্রেন সরকার।

ঘটনাস্থল থেকে যে ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, তাতে তীব্রশব্দে বিস্ফোরণের পর ছত্রাকের আকারে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীকে ফুলে উঠতে দেখা যায়।
তবে এই হামলায় গ্যাস সরবরাহ কতোটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার গ্যাস ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করার কাজ অব্যাহত রেখেছে ইউক্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *