ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৪ শতাধিক শহর-গ্রাম

Share Now..

রাশিয়ার সামরিক বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলের ৪ শতাধিক শহর-গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনী একটি বিবৃতিতে বলেছে স্থানীয় সময় শুক্রবার রাত ৮ টা থেকে গতকাল ভোর ৪ টা পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ চলে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাতের আঁধারে ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণে ওডেসা অঞ্চলে এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়া অঞ্চলে ৪১৬টি গ্রামে হামলার হওয়ার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউক্রেনের পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগোর প্রধান ভলোদিমির কুদ্রিতস্কি ইউক্রেনীয় টিভিকে বলেছেন, ‘আমাদের আরাম করার কোনও সুযোগ নেই। অবশ্যই, জ্বালানিখাতের কর্মী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যসহ আমরা সবাই এই শীতে জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ওডেসা অঞ্চলে একটি তেল শোধনাগারে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানকার একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *