ইউক্রেনে রুশ হামলায় ১১ জন আহত

Share Now..

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলের একটি হোটেলে বুধবার গভীর রাতে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। খবর রয়টার্সের।

অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, অনেকগুলো জানালা উড়ে গেছে ও নিচের রাস্তায় বড় বড় ধ্বংসস্তূপের স্তূপে বারান্দাগুলো ধ্বংস হয়ে গেছে। জরুরি পরিষেবা দলগুলো ভিতরের ধ্বংসস্তূপ ভেদ করার জন্য সম্মুখভাগের ফাঁক গর্তের মধ্য দিয়ে তাদের পথ তৈরি করেছিল।

ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগে সেখানে এ হামলা চালানো হলো। এদিকে মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করায় কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহতের জন্য পরস্পরকে দোষারোপ করে।

মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেন, ‘খারকিভের কেন্দ্রস্থলে একটি হোটেলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে কোনো সামরিক কর্মী ছিল না। তবে হোটেলটিতে ৩০ জন বেসামরিক নাগরিক ছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের ১১ জন আহত হয়েছে।’

তিনি বলেন, আহতদের মধ্যে তুরস্কের সাংবাদিকও রয়েছেন।

রাষ্ট্রীয় জরুরি সার্ভিস জানায়, সেখানে এ হামলায় যারা আহত হয়েছে তাদের মধ্যে ‘হোটেলের কর্মচারী এবং অতিথি রয়েছে। অতিথিদের একজন বিদেশি সাংবাদিক।’

উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে টেলিগ্রামে দেওয়া জরুরি সার্ভিসের বার্তায় বলা হয়, উদ্ধারকর্মীরা হোটেল থেকে ১৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

65 thoughts on “ইউক্রেনে রুশ হামলায় ১১ জন আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *