ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৪ মাস

Share Now..


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। তীব্র লড়াই হচ্ছে ডনবাসে। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার বিষয়ে আরো এক ধাপ এগিয়েছে ইউক্রেন।বৃহস্পতিবার (২৩ জুন) প্রায় সর্বসম্মতিক্রমে ইইউ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে ইউক্রেন। এদিন, ইইউ সদস্য দেশগুলো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। এরপর আরও কিছু ধাপ পার করলেই ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী সদস্য হবে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। ইউক্রেন ইইউ-র কাছে কৃতজ্ঞ। বস্তুত, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের সময় থেকেই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সবরকমভাবে সাহায্য করেছে। একদিকে যেমন তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে লাগাতার মানবিক সাহায্যও পাঠানো হয়েছে। যুদ্ধ শুরুর পরেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। সপ্তাহখানেক আগে ইউক্রেনে গিয়ে ইইউ-র নেতারা জেলেনস্কিকে জানিয়ে এসেছিলেন, দ্রুত ওই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে।

২০১৩ সালের পর আবারও কোনো দেশকে সদস্য করার সিদ্ধান্ত নিল ২৭ দেশের ব্লক ইইউ। শেষ সদস্যপদ দেওয়া হয়েছিল ক্রোয়েশিয়াকে।

শুক্রবার (২৪ জুন) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চতুর্থ মাসে পড়ল। পশ্চিম ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পূর্ব ইউক্রেনে ব্যাপক লড়াই চলছে। একদিকে, খারকিভে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া।

অন্যদিকে, লুহানস্কের দুই গুরুত্বপূর্ণ শহর সিভিয়েরোদনেৎস্ক, লিসিচ্যানস্কে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। সিভিয়েরোদনেৎস্কের একটি গুরুত্বপূর্ণ অংশ রাশিয়ার দখলে চলে গেছে। সেখানে একটি রাসায়নিক কারখানা থেকে এখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনের সেনা। ওই কারখানায় প্রায় তিনশ বেসামরিক ব্যক্তি আটকে আছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা বৃহস্পতিবার ডয়েচে ভেলে কে জানিয়েছেন, ডনবাস অঞ্চলে তীব্র লড়াই চলছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। তার দাবি, ডনবাস দখল করার জন্যই নতুন করে খারকিভে আক্রমণ শুরু করেছে রাশিয়া। তারা চাইছে, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনের সেনা কমাতে। খারকিভ আক্রমণ করায় ডনবাস থেকে ইউক্রেনের সেনা ওই দিকে যাবে বলে তাদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *