ইউপি সদস্যকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

Share Now..


যশোরের বাঘারপাড়ায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে প্রকাশ্যে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগী ইউপি সদস্য জাহিদ হাসান উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের এক নাম্বর ওয়ার্ডের সদস্য ও বলরামপুর গ্রামের মৃত ওহাব বিশ্বাসের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৯ এপ্রিল) দুপুরে বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য। এছাড়া তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দেন।

এর আগে শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার নারিকেলবাড়িয়া বাজার সংলগ্ন মারধরের ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী জাহিদ হাসান পাঁচ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন।

ভাইরাল হওয়া এক মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা স্থানীয় যবুক জাহিদুল ইসলাম টুটুল গাছের ডাল ও কালো টি-শার্ট পরা শামীম হাসান শাপলা কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন ইউপি সদস্য জাহিদ হাসানকে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয় কয়েকজন নারী বাধা দিতে গেলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে লাঞ্ছিত করা হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য জাহিদ হাসানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম।

বক্তব্যে বলা হয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার মদদে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী শাপলা, টুটুল, তৌহিদুল চিহ্নিত মাদকসেবী। তারা চেয়ারম্যানের পেটোয়া বাহিনী। হামলাকারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ইউপি সদস্যদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকেলে হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাসুদ কাইসার, শামছুর রহমান, ফেরদৌস খান সোহাগ, হাফিজুর রহমান, আদম আলী, সোহরাব হোসেন মন্ডল, খালেদা সুলতানা, হাসিয়া খাতুন, রেবা খাতুন, হামলার শিকার জাহিদ হাসান। এসময় ৭নাম্বর ওয়ার্ডের সদস্য হাদিউজ্জামান মুকুল ভার্চুয়ালি যুক্ত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এঘটনার সঙ্গে জড়িত তারা আমার লোক না।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, মামলা রেকর্ড হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

One thought on “ইউপি সদস্যকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *