ইউরোপের সর্বকালের সেরা গোলদাতা মেসি!
ক্যারিয়ারজুড়েই রেকর্ড আর মাইলফলক যার সঙ্গী, সেই লিওনেল মেসি যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন ক্যারিয়ারের গোধূলিলগ্নের জন্য। ৩৬ বছরের অপেক্ষার শেষ করে কাতারের মাটিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি, পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। ক্লাব ফুটবলেও দিন দিন যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন এলএম টেন।চিরপ্রতদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে কয়েকদিন আগেই হয়েছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার আছেন অষ্টম ব্যালন ডি’অরের তালিকাতেও ফেভারিট মেসি। এতোকিছুর ভিড়ে এবার মেসির মুকুটে যোগ হলো আরেকটি পালক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবলের (আইএফএফএইচএস) থেকে ইউরোপের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে আখ্যায়িত করা হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকাকে। গত মঙ্গলবার (১১ এপ্রিল) ইউরোপের সর্বকালের সেরা গোলদাতার তালিকা প্রকাশ করে আইএফএফএইচএস। প্রকাশিত ১৩ জনের সেই তালিকাতেই মেসির নাম দেখা যায় সবার উপরে। মেসির পরেই রয়েছেন রোনালদো।
Victory is within reach—play now and conquer! Lucky Cola