ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ায় নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু

Share Now..

তিউনিসিয়ার মধ্যাঞ্চলে দুটি নৌকা ডুবে নারী ও শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। নিকটবর্তী শহর স্ফ্যাক্সের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জিয়েদ এসদিরি জানান, উদ্ধার হওয়া ও মৃতরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা সবাই সাব-সাহারান আফ্রিকান দেশগুলোর নাগরিক।

উন্নত জীবনের জন্য ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের জন্য তিউনিসিয়া তথা প্রতিবেশী লিবিয়া একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিউনিসিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানান, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে স্ফ্যাক্সের কাছে উপকূল থেকে রওনা হওয়া দুটি অস্থায়ী নৌকায় মোট ১১০ জন অভিবাসী ছিলেন। সম্ভাব্য নিখোঁজ অন্যান্য যাত্রীদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকৃত ৮৩ জনের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর তিউনিসিয়ার উত্তর উপকূলে নৌকা ডুবে দুই অভিবাসী নিহতের খবর জানায় কর্তৃপক্ষ। এর কয়েকদিন আগে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অন্তত ২০ অভিবাসী স্ফ্যাক্স উপকূলে নৌকাডুবিতে নিহত হন। এছাড়া ১২ ডিসেম্বর কোস্টগার্ড স্ফ্যাক্সের উত্তরে জেবেনিয়ানার কাছে ২৭ জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করে, যাদের মধ্যে ১৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *