ইথিওপিয়ায় ৪০০ কোটি টাকা তুলে নিল গ্রাহকরা

Share Now..

ব্যাংকের সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার সুযোগে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন গ্রাহকরা, যার কোনো হিসাব মিলছে না। সম্প্রতি অনভিপ্রেত এই ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। দেশটির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অব ইথিওপিয়া (সিবিই) থেকে ৪০০ কোটি টাকার বেশি তুলে নিয়েছেন গ্রাহকরা। 

গত শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে সিবিইর গ্রাহকরা আবিষ্কার করেন, তাদের অ্যাকাউন্টে যত টাকা রয়েছে, তার চেয়ে বেশি অর্থ তুলে নিতে পারছেন। এ কথা মেসেজিং অ্যাপ ও ফোনকলের মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গ্রাহকদের কাছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।

স্থানীয় মিডিয়ার খবর অনুসারে, কারিগরি ত্রুটির সুযোগ নিয়ে সিবিই থেকে ৪ কোটি মার্কিন ডলারের বেশি (অন্তত ৪৩৮ কোটি টাকা) তুলে নেওয়া বা অন্যান্য ব্যাংকে স্থানান্তর করেছেন গ্রাহকরা।

এসব ট্রানজেকশন স্থগিত করতে কয়েক ঘণ্টা লেগে গিয়েছিল কর্তৃপক্ষের। ততক্ষণে হাতছাড়া হয়ে যায় বিপুল পরিমাণ অর্থ। এর বেশির ভাগই নিয়েছেন শিক্ষার্থীরা। সিবিই প্রেসিডেন্ট আবে সানো গত সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

সিস্টেমে ত্রুটির খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাস এলাকায় থাকা এটিএম বুথগুলোতে দীর্ঘ লাইন লেগে যায়।

এক শিক্ষার্থী জানিয়েছেন, পুলিশ এসে বন্ধ করার আগ পর্যন্ত মানুষজন এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন। জিম্মা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজির ঐ শিক্ষার্থী বলেন, তিনি প্রথমে বিশ্বাস করেননি, যখন বন্ধুরা তাকে বলেছিল, এটিএম বুথ থেকে প্রচুর টাকা তোলা বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *