ইনজুরির কবলে রিয়াল মাদ্রিদ, লেগানেসের বিপক্ষে থাকছেন না এমবাপ্পে-বেলিংহাম
২০২৪-২৫ মৌসুমটা ইনজুরি মাথায় নিয়ে কাটাচ্ছে রিয়াল মাদিদ্র। লা লিগার সর্বশেষ এস্পানিওলের বিপক্ষে ম্যাচে একসঙ্গে ইনজুরিতে পড়েছেন দলটির গুরুত্বপূর্ণ চার সদস্য। ডিফেন্স লাইনে আনচেলত্তির আস্থার প্রতীক আন্তোনি রুডিগার, মিডফিল্ডে জুড বেলিংহাম ও ফরোয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এই মাসে লা লিগায় মাদ্রিদ ডার্বি ও চ্যাম্পিয়নস লিগে প্লে অফের ম্যানচেস্টার সিটির বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে দুই লিগের বতর্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ রাতে কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। ম্যাচটিতে থাকছে না ফরাসি তারকা কিলিয়ান এমাবপ্নে ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, যা গতকাল সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে রিয়াল সমর্থকদের জন্য খুশির খবর হচ্ছে, এই ম্যাচে থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গতকাল অনুশীলনও করেছেন এই তারকা। এই নিয়ে আনচেলত্তি বলেন, ‘বেলিংহাম আগে থেকে আঘাত প্রাপ্ত ছিল, আবারও তিনি আঘাত পেয়েছেন। যার কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাবে না। ভিনিসিয়ুস পুরোপুরিভাবে ইনজুরি থেকে সেরে উঠতে আরো কিছু সময় প্রয়োজন। তবে তিনি এই ম্যাচে থাকছেন।’
অন্যদিকে হতাশা সময় কাটিয়ে আবারও নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন এমবাপ্পে। তবে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে গুরুত্বর চোট পেয়েছেন তিনি। এই ফরাসিকে নিয়ে কোচ বলেন, ‘এমবাপ্পে আজ স্বাভাবিকভাবে অনুশীলন শুরু করেছে। তবে তার হাঁটুতে ক্ষত রয়েছে। আমরা তাকে আরো সময় দিচ্ছি, যাতে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেন। যার কারণে লেগানেসের বিপক্ষে মাঠে তাকেও পাওয়া যাবে না।’ এছাড়া রুডিগার না থাকার বিষয়টি হতাশার বলে মনে করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ দিয়ে আবারও ফিরতে পারেন এই ডিফেন্ডার। তবে আতলেটিকোর বিপক্ষে ম্যাচে ফিরবেন এমবাপ্পে ও বেলিংহাম।