‘ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের নিয়ে ভাবার মানুষ কমই আছে’
দীর্ঘদিন ধরেই বিজ্ঞাপন, টিভি ও মঞ্চ নাটকে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী ফারজানা চুমকি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন একটি চলচ্চিত্র। নানা মাধ্যমে সফলভাবে পথচলা এই অভিনেত্রী নিজের কাজ ও ইন্ডাস্ট্রির সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বললেন ইত্তেফাকের সঙ্গে।
বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই—
কিছুদিন আগে ৪টি ধারাবাহিকের কাজ শুরু করেছিলাম। এর মাঝে ২টি আপাতত বন্ধ রয়েছে। তবে ‘স্মৃতির আলপনা আঁকি’ এবং ‘গুলশান অ্যাভিনিউ সিজন টু’ নাটক দুটি প্রচার হচ্ছে। পাশাপাশি সম্প্রতি ‘একটি লৌকিক ও অলৌকিক স্টিমার’ নামের একটি মঞ্চ নাটকে কাজ করলাম। এছাড়া আমার একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
সংকটের ভেতর দিয়ে চলা মঞ্চের সার্বিক পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করবেন?
দেখুন, মঞ্চের অবস্থা খারাপ হচ্ছে, এটা বলার অবকাশ রাখে না। এখন ছেলেমেয়েরা মঞ্চে সময় দিতে চায় না। কারণ টিভিতে নাটকে অভিনয় করলে দ্রুত পরিচিতির পাশাপাশি টাকা পাচ্ছে। কিন্তু মঞ্চে তো সেই পরিবেশ এখনো তৈরি হয়নি।
ক্যারিয়ারের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ শিল্পী অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। এটা কী সুযোগের অভাবে?
অনিয়মিত হয়ে পড়ে, এটা ভুল। সবাই কাজ করতে চায়। কিন্তু আমাদের বয়স অনুযায়ী মায়ের চরিত্র করতে পারি না, আবার নায়িকার চরিত্রও করতে পারি পারি না। আমাদের সঙ্গে যায় এমন কাজ খুব কমই পাওয়া যায়। তাছাড়া ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের নিয়ে ভাবার মানুষ কমই আছে।