ইন্দোনেশিয়ায় ছাত্রদের রোহিঙ্গাবিরোধী বিক্ষোভ

Share Now..

ইন্দোনেশিয়ার পশ্চিমে বান্দা আচেহ শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সবকিছু তছনছ করে দেয়। শরণার্থীদের একটি ট্রাকে তুলে দেয় তারা। বুধবার রোহিঙ্গা শরণার্থী শিবিরটিতে কার্যত হামলা চালায় ছাত্ররা।

আচেহ প্রদেশের একটি সরকারি হলে ১৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে থাকার জায়গা দেওয়া হয়েছিল। ছাত্ররা সেখানে গিয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে অভিবাসী শিবিরে। সেখান থেকে অভিবাসীদের একটি ট্রাকে তুলে অন্য এক জায়গায় পাঠানোর ব্যবস্থা করে তারা। হাতের কাছে যা আছে তা নিয়ে দুইটি ট্রাকে উঠতে বাধ্য হন অভিবাসীরা।

ছাত্রদের বক্তব্য, অভিবাসীদের একটি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে ওই অভিবাসীদের ডিপোর্ট করতে হবে সরকারকে। তাদের আর ইন্দোনেশিয়ায় থাকতে দেওয়া যাবে না।

গোটা ঘটনায় স্তম্ভিত মানবাধিকার কর্মীরা। এদিনের ঘটনার যে ভিডিও ফুটেজ মিলেছে, সেখানে দেখা যাচ্ছে, কাঁদতে কাঁদতে সহায়সম্বলহীনভাবে ট্রাকে উঠছেন অভিবাসীরা। কেউ কেউ কাঁদছেন। কেউ প্রার্থনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *