ইবিতে অধ্যাপক আকরাম হোসেনের ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা

Share Now..


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সাবেক ডিন ও সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক আকরাম হোসেন মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইন্টেগরেটেড স্কলারস ফোরাম ‘ইকুইটি’র আয়োজনে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ভার্চুয়ালি এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. রফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আসাদ উদ্দীনের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন ইক্যুইটির সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ ইয়াহইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক হালিমা খাতুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রুহুল আমীন, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এমতাজ হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক নুরুন নাহার, বিভাগের অধ্যাপক কাজী মুহাম্মদ আতিকুর রহমান এবং ড. মজুমদারের জীবনী পাঠ করেন বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মাদ নসরুল্লাহ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আব্দুল হান্নান ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাফরুল্লাহ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন ইউলার উপদেষ্টা ও সুপ্রীম কোর্টের আইনজীবী শাহ মনজুরুল হক, ড. মজুমদারের সহপাঠী সুপ্রীম কোর্টের আইনজীবী লুৎফর রহমান আজাদ, এডভোকেট মোহাম্মাদ আলী, এডভোকেট গাজী মোহাম্মাদ মহসিন, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আছাদুজ্জামান, ব্যারিস্টার নজরুল ইসলাম, জেলা ও দায়রা জজ তোফায়েল হাসান রুপক, মঞ্জুরুল ইমাম, যুগ্ম জেলা ও দায়রা জজ সাজ্জাদ হোসেন, মরহুমের স্ত্রী সহকারী অধ্যাপক মাকছুদা আক্তার মুনিয়া, বড় ভাই আতাউর রহমান মজুমদার ও মেঝ ভাই আতিকুর রহমান মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস, ডেপুটি এ্যাট্্রনি জেনারেল বি এম রফেল ও কে এম মাসুদ রুমি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা একজন সৎ, গুণী, সদালাপী, সদাচারী ও চরিত্রবান ইসলামিক স্কলারকে হারালাম। আইন অঙ্গণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আইন অঙ্গণে তার শুন্যতা কখনো পূরণ হবে না। তিনি আজীবন সত্যের পথে লড়ে গেছেন। মানুষকে কখনও কষ্ট দেননি। দলাদলির ঊর্ধ্বে থেকে তিনি সবাইকে সমান চোখে দেখতেন, সবার সঙ্গে সখ্যতা রেখে চলতেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
এছাড়াও বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ভার্চুয়ালি আরেক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অধ্যাপক মজুমদার। তিনি গত ১৫ জুলাই সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন। বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসা গ্রহণের পর পরিস্থিতির অবনতি ঘটলে গত ২৫ জুলাই সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার তার সহধর্মিণী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ঢাকাস্থ ইবি রেস্ট হাউজে ওঠেন। তবে সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি ওইদিন রাত ১ টার দিকে পরপারে পাড়ি জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *