ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার গ্রহণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার (জিএসটি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, বি-ইউনিট সম্বনয়কারী প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রধান প্রকৌশলী (ভার:) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক ও চীফ মেডিক্যাল অফিসার (ভার:) ডাঃ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট সমন্বয়কারী ও বিভিন্ন অফিস প্রধানগন।
সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সার্বিক আলোচনা করা হয়।
উল্লেখ্য আগামী ৩০ জুলাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এ বছরের গুচ্ছ পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ১৩ আগস্ট মানবিক ও ২০ আগস্ট বাণিজ্য বিভাগের পরীক্ষা হবে। প্রতিদিন দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।