ইবিতে প্রথম মেরিট ভর্তি নিশ্চায়ন শেষে ৭২ শতাংশই আসন খালি!
ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এখন পর্যন্ত তিন ইউনিটে ৫৫৩ জন ভর্তি নিশ্চায়ন করেছে।
তিন ইউনিটে চারুকলা বিভাগ ব্যতিত মোট আসন সংখ্যা ১৯৯০ টি। এরমধ্যে ভর্তি নিশ্চায়ন করেছেন প্রায় ২৮ শতাংশ। আর খালি রয়েছে ১৪৩৭টি আসন ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সবমিলিয়ে ভর্তি নিশ্চায়ন করেছেন ৫৫৩ জন ও ১৪৩৭টি আসন শূন্য রয়েছে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, গুচ্ছ অধিভুক্ত অনান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি নিশ্চায়ন সংখ্যা মোটামুটি সন্তোষজনক। ভর্তির বিষয়টি গুচ্ছ কমিটির অধিনে, যা একটি দীর্ঘ পক্রিয়া। আশা করি অতি দ্রুত ভর্তি পক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করতে পারবো।
তিনি আরো বলেন, এ সপ্তাহে দ্বিতীয় মেরিট প্রকাশ করা হবে। সকল বিষয় যেভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, গত ০৭ নভেম্বর ২০২২ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভর্তি নিশ্চায়ন ও কাগজপত্র জমা নেওয়া হয়েছে। যারা নিশ্চায়ন করেনি তাদের প্রাথমিক ভর্তি বাতিল হয়েছে।
Experience stunning graphics and intense action in our latest update! Lucky Cola