ইবিতে বিজয় দিবসে রোভার স্কাউট গ্রুপের পুষ্পস্তবক অর্পণ
অভি, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে বীর শহীদদের স্মৃতিস্তম্ভ ‘মুক্তবাংলা’য় পুস্পস্তবক অর্পণ করেন রোভার স্কাউট সদস্যরা।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আয়োজিত আনন্দ শোভাযাত্রা সহ পুস্পস্তবক অর্পণে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল রোভার সদস্যরা। সকলের পুষ্পস্তবক অর্পণ শেষে সুশৃঙ্খল পরিবেশে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপ এর ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী, সাধারণ সম্পাদক রোভার এস এ এইচ ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিলের অন্যান্য সদস্য সহ রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।
সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এসময় গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শেখ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
Online games that will keep you on the edge of your seat Lucky Cola