ইবিতে ভূমি ব্যবস্থাপনায় তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার

Share Now..

\ ইবি প্রতিনিধি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জনভোগান্তি নিরসনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় তথ্য অধিকার আইন প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪১৫নং কক্ষে তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অনলাইন সেবা সম্পর্কিত তথ্য অধিকার আইনের উপর প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহŸায়ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বিলাসী সাহা ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান। সেমিনারে মূখ্য আলোচকের বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস। মূখ্য আলোচকের বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান বলেন, ডিজিটাল পদ্ধতি ভূমি ব্যবস্থাপনাকে সহজ করে তুলছে। ভূমির প্রতিটি ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হলে ভূমি প্রশাসন আরো সহজতর ও উন্নত হবে। সাথে সাথে আমাদের সঠিক ভূমির ব্যবস্থাপনা জানতে হবে। তিনি আরো বলেন, সমাজে আমাদের বৈষম্য কমাতে হবে পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। সকল ক্ষেত্রে তথ্য সচেতন হতে হবে। এজন্য আমাদের মেধা, বুদ্ধি কাজে লাগাতে হবে। সভাপতির বক্তব্যে সাহিদা আখতার বলেন, জীবনের সকল সময়ে সুন্দর ও শুদ্ধতার চর্চা করতে হবে। আমরা যেকোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকব। এজন্য সকল ক্ষেত্রেই তথ্যের সঠিকতা যাচাই করতে হবে এবং সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *