ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share Now..

ইবি প্রতিনিধি-

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির নিহত শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতিসৌধে’র বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় হল গুলোতে ও প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে বিশাল শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা সমিতি, হল, বিভাগ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ,জিয়া পরিষদ, ছাত্রলীগ,ছাত্রমৈত্রী,ছাত্র ইউনিয়ন, ইবি প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদের স্মরণে এক মিনিটের নিরবতা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাতে ১২টা ০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল ও ‘শহীদ স্মৃতিসৌধে’ মোমবাতি প্রজ্বলন এবং কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হয়।

One thought on “ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *