ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Share Now..

ইবি প্রতিনিধি –
নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাত ১২টা ০১ মিনিটে বুদ্ধিজীবীদের স্মরণে প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান তাঁদের সাথে ছিলেন।

পরে সেখান থেকে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য (উপাচার্যের পক্ষে)। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারিতে ১৯৪৭ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দশ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান ক্যাম্পাস লেকে পাখির অভয়ারণ্য কর্মসূচি উদ্বোধন করেন। এসময় কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ক্যাম্পাসে পাখির অভয়ারণ্য বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *