ইবি’র উপ-রেজিস্ট্রার পলাশের আত্মার মাগফেরাত কামনা

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
ইসলামী বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার গোলাম আযম বিশ^াস পলাশের রুহের মাগফেরাত কামনায় শনিবার (৫ অক্টাবার) বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্ম্দ নসরুল্লাহ, রেজিস্ট্রার (ভার) এইচ.এম.আলী হাসানসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্ম্দ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, গোলাম আযম পলাশ এই বিশ^বিদ্যালয়ের অন্যতম একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা ছিলেন। তিনি এক দীর্ঘ সময় ধরে এখানে কাজ করছিলেন। সবার সাথে তার ঘনিষ্ঠ সর্ম্পক ছিলো। তার এই অকাল প্রয়াণ বিশ^বিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত করবে। ভাইস-চ্যান্সেলর মরহুম পলাশের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য যে, গত শুক্রবার (৪ অক্টাবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলা রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *