ইবি’র প্রাক্তণ শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ গতকাল শুক্রবার দিনব্যাপী ঢাকার গাজীপুরে মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচল) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে শান্তির প্রতিক পায়রা ও রং বেরং এর বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা নানান ধরণের খেলাধূলায় পিঠা উৎসবসহ বিভিন্ন ধরনের কর্মকান্ডে মেতে উঠেন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিভিন্ বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হওযায় উপস্থিত প্রাক্তণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ইসলামী বিশ^বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান।

4 thoughts on “ইবি’র প্রাক্তণ শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *