ইবির লোকপ্রশাসন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

Share Now..

\ ইবি প্রতিনিধি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইউনিভার্সিটি-ইনডাস্ট্রি রিলেশনশিপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের ২০৪ নং কক্ষে এই আয়োজন করা হয়। সেমিনারটির উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ম্যাটাডোর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম। বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম ও অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিনন উপস্থিত ছিলেন। বিভাগের শতাধিক শিক্ষার্থী এই সেমিনারে অংশ নেন। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ম্যাটাডোর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান বিশ্বের চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। সেখানে শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট দিয়ে টিকে থাকা সম্ভব নয়। আর তাই শুধু সার্টিফিকেট অর্জন করলে চলবে না, জব মার্কেটে ভালো করার জন্য স্কিল ডেভেলপমেন্টের উপর অবশ্যই জোর দিতে হবে। জব মার্কেটে সার্টিফিকেট একটা প্রাথমিক ধাপ মাত্র। ভালো কিছু করতে হলে স্কিল ডেভেলপমেন্ট করা অবশ্যই জরুরী। বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মধ্যে সুসম্পর্ক গড়ে তুললে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমাদেরকে দেশে স্পেশালাইজড স্কিল ডেভেলপমেন্টের ঘাটতি রয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকেও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করে বলেন, সবার মধ্যে এমন মনোভাব থাকতে হবে আমি চাকরি করবো না, আমি চাকরি দেবো। উদ্যোক্তা হতে হলে সাহসী হতে হবে। গুগল প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি বলেন, ব্যার্থতা আসলেও তারা ১৫ বছর ধরে লেগে থেকে সফলতা অর্জন করেছে। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং দীর্ঘমেয়াদী লেগে থাকার মানসিকতা অর্জন করতে হবে। বারবার ব্যর্থতা আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। তবেই সফলতা অর্জন করা যাবে।’ অনুষ্ঠানের শেষাংশে শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *