ইবি উপাচার্যের সাথে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কুষ্টিয়া-ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপাচার্যের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, ইবির রেজিস্ট্রার (ভারঃ) মু.আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও ইবি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান (রতন)।
গুচ্ছপদ্ধতিতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ২০টি বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ^বিদ্যালয় এ ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলারক্ষা এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় কুষ্টিয়া-ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।