ইবি গণিত বিভাগের শিক্ষার্থী তপনের মৃত্যু
রানা আহম্মেদ অভি, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী শ্রী তপন কুমার সাহা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে।সোমবার(২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় গনিত বিভাগের ২০০৪-০৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি কুষ্টিয়া সদরের মধুপুর হোদিরোন নেছা মাধ্যমিক বিদ্যালয়ে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে, গত শুক্রবার(২৩ সেপ্টেম্বর) পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি কপিকলের সাহায্যে একটি ট্রাকে তোলা হচ্ছিল। দুপুর ১২টার সময় সায়েদাবাদ থেকে কুষ্টিয়াগামী তালুকদার পরিবহনের একটি দ্রুতগামী বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। খুঁটিটি বাসের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ওই বাসের ১৬ জন যাত্রী গুরুতর আহত হন।আহতদের মধ্যে একজন হলেন শ্রী তপন কুমার সাহা।
Top strategies for winning every game Lucky Cola
Gear up for the most thrilling online gaming experience ever Lucky Cola
https://ivebo.co.uk/rentferraridubaicom