ইবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের ভরাডুবি

Share Now..

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষক প্যানেল শাপলা ফোরাম নিরঙ্কুশ জয়লাভ করেছে।

এতে ২১৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে অধ্যাপক ড. অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি পন্থী শিক্ষক প্যানেলের অধ্যাপক ড. এমতাজ হোসেন(৭২)। এছাড়া ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার নির্বাচিত হয়েছেন। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত পন্থী সবুজ প্যানেলের অধ্যাপক ড. মিজানুর রহমান (১০৭)। মোট ৪০৪টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫১ জন শিক্ষক।

রবিবার রাত ১১টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটাররা ভোটাধিকার প্রদান করেন।

আওয়ামী লীগপন্থী শাপলা ফোরাম প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ (১৭৩), যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মাসুদ (১৭০) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০), অধ্যাপক ড. শেলীনা নাসরীন(১৪৯), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), অধ্যাপক ড. মহব্বত হোসেন (১৮২), সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (২০৭), এম এম নাসিমুজ্জামান (১৫২), সাজ্জাদুর রহমান টিটু (২০০), ফিরোজ আল-মামুন (১৫৯) ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম (১৬৬) নির্বাচিত হয়েছেন।

এদিকে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে কেউই নির্বাচিত হয়নি।

2 thoughts on “ইবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের ভরাডুবি

  • October 11, 2024 at 6:54 am
    Permalink

    Заинтересовались быстрых и надёжных займах? Тогда вам стоит посетить dengibyn.ru для получения всех предложений.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *