ইমরানের বিরুদ্ধে অনাস্থা: ভোট ৯ টায়

Share Now..

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন আজ শনিবার (৯ এপ্রিল) দেশটির স্থায়ীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়। তবে অধিবেশন শুরুর পর স্পিকার আসাদ কায়সার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অধিবেশন দেশটির সময় আড়াই টায় পুনরায় শুরু হয়েছে।

দেশটির জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ৮ টায় ( বাংলাদেশ সময় ৯ টা) অনাস্থা প্রস্থাবের ওপর ভোটাভুটি হতে পারে
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, ইচ্ছাকৃতভাবে অধিবেশন দেরিতে শুরু করা হয়েছে এবং ইমরানের দল পিটিআই-র নেতারা তাদের বক্তব্য দীর্ঘ করার চেষ্টা করবেন। এদিকে, পার্লামেন্টের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন বিরোধীদের। জিও নিউজ বলছে, এই মুহুর্তে বিরোধীদের ১৯৯ জন এমপির সমর্থন আছে। অন্যদিকে ইমরান খানের পক্ষে আছে ১৪২ এমপির সমর্থন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *