‘ইমরানের মন্তব্য মার্কিন-পাকিস্তান সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে’

Share Now..

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, তাকে ক্ষমতা থেকে সরাতে একটি বিদেশি শক্তি চক্রান্ত করছে। নাম উল্লেখ না করে তিনি যুক্তরাষ্ট্রের দিকে এই অভিযোগ ইঙ্গিত করেছেন। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, ইমরান খানের এমন বিবৃতি দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের এমন বিবৃতির কারণে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সম্পর্ক স্থাপনে আরও ভাববেন।

ডনের এক রিপোর্ট বলছে, গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। সেখানে তিনি হুমকি দেওয়া চিঠির নেপথ্যে মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলেন। তবে দ্রুত তা সংশোধন করেন।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা অভিযোগ প্রত্যাখ্যান করে। এ নিয়ে মার্কিন এক মুখপাত্র বলেন, ‘এসব অভিযোগের কোনো সত্যতা নেই।’

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আয়োজক দেশের দূতাবাস ও কর্মকর্তারা প্রায়ই তাদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার জন্য অনানুষ্ঠানিক বৈঠক ব্যবহার করে, যা সঠিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো যায় না।

একজন পর্যবেক্ষক বলেন, ‘দূতাবাসলোর কাজ হচ্ছে অনেকটা শোনার মতো। তারা অনেক কিছু শোনেন এবং তাদের সরকারের সঙ্গে শেয়ার করেন যাতে তারা পড়তে এবং বিশ্লেষণ করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *