ইমরান খানের ওপর ‘এলোপাতাড়ি’ গুলি

Share Now..


পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার চলমান লংমার্চের গুজরানওয়ালার র‌্যালিতে গুলিবিদ্ধ হন ইমরান। খবর, ডন, জিও নিউজ, আল-জাজিরা। পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেছেন, ‘ইমরান খান তিন থেকে চার বার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তা তার পায়ে গুলি লেগেছে।’ তিনি বলেন, ‘হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিল।’ হামলায় ফয়সাল আহমেদও আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ইমরান খানের আহতের বিষয়টি গুরতর নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, গুলিতে অন্তত চার থেকে পাঁচজন পিটিআই নেতা আহত হয়েছেন।

One thought on “ইমরান খানের ওপর ‘এলোপাতাড়ি’ গুলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *