ইমরান খান ‘ইঁদুর’, পালিয়ে বেড়াচ্ছেন: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইমরান খান একজন ইঁদুর। তিনি পার্লামেন্টের অনাস্থা প্রস্তাব থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বিলাওয়াল ভুট্টো বলেন, ইঁদুর এমন একটি প্রাণী যা মহামারী প্লেগ সৃষ্টি করে পুরো ইউরোপে তাণ্ডব চালিয়েছে। পাকিস্তানও এখন অর্থনৈতিক ও রাজনৈতিক প্লেগে আক্রান্ত। যা ছড়িয়েছে ইমরান খানের মাধ্যমে।
পাকিস্তানে বহুল প্রত্যাশিত ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের কথা উল্লেখ করে৪ তিনি বলেন, ইমরান আমাদের ইঁদুর বলেন। মূলত তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনি একটি ইঁদুর।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে তুমুল চাপের মধ্যে আছেন ইমরান খান। তবে নিজের অবস্থান নিয়ে বেশ চড়া গলায় কথা বলছেন ইমরান খান।
গতকাল বুধবার ইমরান খান বলেছেন, তিনি কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ইমরান খান বলেন, বিরোধীরা তাদের সমস্ত চাল চেলেছে কিন্তু তারা অনাস্থা প্রস্তাবে সফল হবে না।
এ সময় ইমরান খান বলেন, আমি কোনো অবস্থায়ই পদত্যাগ করবো না। আমি শেষ বল পর্যন্ত খেলবো এবং অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমক দেবো।
তবে ইমরান খান ঠিক কি চমক দেবেন সে নিয়ে বিস্তারিত কিছু বলেন নি। আত্মবিশ্বাসের সঙ্গে ইমরান খান বলেন, আমার ট্রাম্প কার্ড হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো চাল চালিনি।
এদিকে, সর্বশেষ দেশটির দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইমরান খানের ওপর চাপ আরও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ক্ষমতাসীন জোটের বড় তিনটি দল বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ বলেছে, ক্ষমতাসীন জোটের তিনটি দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই তিনটি দল খুব শিগগিরই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেবে।
Enter a world of thrilling online challenges! Lucky Cola