ইয়েমেনের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণ, নিহত ১৫

Share Now..

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-বায়দা প্রদেশের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৭ জন।

রোববার (১২ জানুয়ারি) হুথি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আল-জহির জেলার নাসেফা এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। আহত অন্তত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। হুথি মুখপাত্র হাশেম শারাফুদ্দিন বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে ঘটনাটি তদন্ত করছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

ইয়েমেনজুড়ে আবাসিক এলাকায় অসংখ্য গ্যাস স্টেশন থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। ধ্বংস হয়েছে হাজার হাজার অবকাঠামো। লক্ষ লক্ষ মানুষ ভুগছে মানবিক সংকটে।

One thought on “ইয়েমেনের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণ, নিহত ১৫

  • January 13, 2025 at 8:27 am
    Permalink

    Porno kostenlos herunterladen! Türkische Escort-Anzeigen jetzt ansehen!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *