ইয়েমেনে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ট্যাংকার কিনছে জাতিসংঘ

Share Now..


অনেক বছর ধরে ইয়েমেনের উপকূলে পড়ে থাকা একটি ট্যাংকার থেকে তেল অপসারণের জন্য জাহাজ কিনছে জাতিসংঘ৷ এ জন্য ট্যাঙ্কার ফার্ম ইউরোনাভের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউএনডিপি৷ কে প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।তেল বহনকারী একটি ট্যাংকার ১.১ মিলিয়ন ব্যারেল তেলসহ ইয়েমেনের উপকূলে আটকে আছে৷ সেখান থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছিল জাতিসংঘ৷ কারণ, তেল ছড়িয়ে পড়লে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে৷

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর থেকে ৪৭ বছরের পুরোনো জাহাজটির সংস্কার করা হয়নি৷ জাতিসংঘ সতর্ক করে বলেছে, ট্যাংকারটির কাঠামোগত অখণ্ডতার অবনতি হয়েছে এবং এটি বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে রয়েছে৷

জাহাজটি হুতি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরে পরিত্যক্ত পড়ে আছে৷ বন্দরটি বৈদেশিক সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ৷
ট্যাংকারটি থেকে তেল ছড়িয়ে পড়লে আরব উপদ্বীপ ও হর্ন অব আফ্রিকার মধ্যে বিস্তৃত বাব আল-মান্দাব প্রণালি আটকে যেতে পারে, যার ফলে সুয়েজ খালের দিকে যাওয়া চালানবন্ধ হয়ে যেতে পারে৷

জাহাজ কেনার চুক্তিকে ‘বড় অগ্রগতি’ বলে অভিহিত করেছেন ইউএনডিপি প্রধান আখিম স্টাইনার৷

তিনি বলেন, এই প্রচেষ্টা ‘ব্যাপকভাবে পরিবেশগত এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে’ সহায়তা করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *