ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা: অন্ধকারে শত শত শহর

Share Now..


ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার সকালে ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন। অঞ্চলের মেয়র ভিতালি ক্লিতসকো এই তথ্য জানিয়েছেন। পরবর্তীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, তিন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সোমবার রাশিয়ার হামলা আঘাত হেনেছে। এতে ইউক্রেনজুড়ে শতশত শহর এবং গ্রাম বিদ্যুতহীন হয়ে পড়েছে।

শ্যামিহাল বলেন, রাশিয়ান শত্রুতা আবার তিন অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়েছে। তবে এই হামলা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১০ অক্টোবর ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৮৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। সেই সময় ইউক্রেনের অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয় শতাধিক।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

One thought on “ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা: অন্ধকারে শত শত শহর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *