ইরানের জাতীয় পুরস্কার জিতেছে জয়ার ‘ফেরেশতে’

Share Now..

ইরানের জাতীয় পুরস্কার জিতেছে জয়া আহসান অভিনীত বাংলাদেশ ও ইরানের যৌথ-প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’। সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে বিষয়টি নিজেই জানান বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

জয়া আহসান জানান, ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। সেখানেই দেশটির জাতীয় পুরস্কার জেতে নিয়েছে সিনেমাটি।

জানা গেছে, প্রতিবছর ফজর চলচ্চিত্র উৎসবে ইরান সরকার সেসব সিনেমাকে জাতীয় পুরস্কার প্রদান করে যেগুলোতে মাধ্যমে মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে দেশটির জাতীয় ইচ্ছার প্রতিফলন ঘটে।

“খয়র-ই-মান্দেগার” নামক একটি সংস্থার মাধ্যমে এই পুরস্কারটি প্রদান করা হয়। এই সংস্থাটি ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।

উৎসবে ‘ফেরেশতে’ সিনেমার প্রধান দুই চরিত্র জয়া আহসান এবং সুমন ফারুককেও করা হয় পুরস্কৃত। দুজনকেই “খয়র-ই-মান্দেগার” স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *