ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে ওয়াশিংটনে মিছিল
ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভকারীদের সমর্থনে ওয়াশিংটনে শনিবার হাজার হাজার লোক মিছিল করেছে। এদের মধ্যে ইরানী বংশোদ্ভূতরাও রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মিছিলকারীরা ‘নারী, জীবন, স্বাধীনতা’ এবং ‘ইরানের জন্যে ন্যায়বিচার’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে ন্যাশনাল মল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হেঁটে যায়।
আয়োজকদের একজন সিয়ামাক আরমান জানান, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ওয়াশিংটনে এটি এ ধরনের পঞ্চম র্যালি। ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশের জন্যে এই র্যালির আয়োজন করা হয়।
তিনি বলেন, আমার ধারনা এটিই সবচেয়ে বড়ো র্যালি।
ইরানে গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুণি মাশা আমিনি মারা যায়। ঠিকমতো হিজাব না পরার কারনে পুলিশ তাকে আটক করে। তার মৃত্যুর পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা এখনও অব্যাহত রয়েছে।
Your gaming journey starts here—start playing now Lucky Cola