ইশান-অনন্যার ৩ বছরের সম্পর্কে ছেদ!

Share Now..

কয়েকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন- বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং ইশান খট্টরের প্রেমের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! শোনা যাচ্ছে, প্রায় তিন বছরে সম্পর্কে আবদ্ধ থাকার পর অনন্যা ও ইশান নাকি আলাপ-আলোচনা করেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন।

ঘনিষ্ঠমহলে অনন্যা ও ইশান জানিয়েছেন, তারা এখন থেকে শুধুই বন্ধু! হঠাৎ এমন কী হল, যার জন্য এমন সিদ্ধান্ত নিলেন বলিউডের এই জুটি!

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, অনন্যা পাণ্ডে ও ইশান খট্টর দু’জনে মিলে মাত্র একটি ছবি করেছেন। ছবির নাম ‘খালি পিলি’। এই ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও অনন্যা ও ইশানের রুপোলি পর্দার রোমান্স প্রশংসিত হয়েছিল। তবে শুধু ছবির পর্দায় নয়। মাঝে মধ্যেই এই দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়ের নানা জায়গায় সময় কাটাতে। কখনও গোয়া, কখনও মালদ্বীপ। জুটি বেঁধে ছুটিও কাটিয়েছেন অনন্যা-ইশান। সে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই অনুরাগীরা ভাইরালও হয়েছে। এই জুটি নিয়ে রীতিমতো নানা জল্পনা বলিউডে চলতই। এতো কিছুর মাঝে কী এমন ঘটল, যার জন্য ব্রেকআপ করলেন!

অনন্যা ও ইশানের ঘনিষ্ঠমহলের থেকে পাওয়া খবর অনুযায়ী, ইশান ও অনন্যা দু’জনেই এখন কেরিয়ারে মন দিতে চান। তাই আপাতত, সম্পর্ক, প্রেম থেকে দূরেই রাখতে চান নিজেদের। তবে সমালোচকরা বলছেন, অনন্যার জীবনে নাকি নতুন পুরুষের আগমণ ঘটেছে। আর সে কারণেই অনন্যা আর ইশানকে আর পাত্তা দিতে চান না।

শোনা যাচ্ছে, ‘গেহরাইয়াঁ’ ছবির পর অনন্যার সঙ্গে নাকি সিদ্ধান্ত চতুর্বেদীর মেলামেশা বেড়েছে। সিদ্ধান্তের কারণেই নাকি ইশানকে ছেড়েছেন অনন্যা! তবে এই নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি ইশান বা অনন্যা কেউই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ইশান বাইকের উপর বসে একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে ইশান লেখেন, ‘আমার নতুন প্রেম।’ নেটিজেনরা কিন্তু ইশানের এই ছবির মধ্যেও টেনে আনছেন অনন্যাকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *