ইসরায়েলি ট্যাংক গুঁড়িয়ে দেওয়ার দাবি হামাসের  

Share Now..

টানা তিন মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৩ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মুখে হামাসও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। 

আল-কাশেম ব্রিগেডেসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। মার্কাভা ট্যাংক যুদ্ধক্ষেত্রে বিশ্বে শক্তিশালী দূর্গ এবং ক্ষমতাধর হিসেবে পরিচিত। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না। সেইসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-ও সতর্ক করেছে, গাজায় তাদের অভিযান কয়েক মাস ব্যাপী হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *