ইসরায়েলি পার্লামেন্টে ধস্তাধস্তি, দুই জন আহত
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিবেশন চলাকালে গাজায় ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে। সোমবার (৩ মার্চ) এমন ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় ব্যর্থতার বিষয়ে একটি সরকারি রাষ্ট্রীয় তদন্ত সম্পর্কে নেসেটে অধিবেশন চলছিল। এতে অংশ নিতে বাধা দেওয়া হয় বন্দিদের পরিবারের সদস্যদের। তখন তারা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রতিবেদনের ফলাফলের প্রতিক্রিয়া জানাতে এবং বক্তৃতা দেওয়ার সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিত থাকার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ৭ অক্টোবর নিহত এক সেনা সদস্যের বাবা নিরাপত্তারক্ষীকে বলছেন, ‘আমার ছেলে তোমাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। আপনি কীভাবে আমাকে অধিবেশনে ঢুকতে বাধা দেবেন, আমি দেখে নেব। সবাই এখানে ঢুকবে।’
এর আগে পরিবারগুলো নেসেটের বাইরে একটি সংবাদ সম্মেলন করে। এ সময় গাজায় নিহত এক ইসরায়েলি বন্দীর মা তদন্তের সরকারি কমিশন প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, সরকার এই বিষয়ে জনসাধারণের দাবি ব্যাপকভাবে উপেক্ষা করছে।