ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। এছাড়া গাজায় টানা পঞ্চম দিনের মতো বিমান হামলা চলছে। খবর আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার উত্তর পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
নিহত দুই ব্যক্তির নাম হলো আদনান ওয়াসিম ইউসুফ আল-আরাজ (১৯) এবং সাইদ জিহাদ শাকের মাশাহ (৩২) । তাদের মাথায় গুলি লেগেছে। আহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সী নারী আছে, যিনি একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন।
নাবলুসে প্রাণঘাতী অভিযানটি বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক অনুপ্রবেশের সর্বশেষ ঘটনা। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজায়, এদিকে, ইসরায়েল পঞ্চম দিনের জন্য বিমান হামলা চালায় যখন অবরুদ্ধ এলাকা থেকে রকেট ছোড়ার পর দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে ওঠে।
আল জাজিরার ইউমনা এলসাইদ বলেছেন, ‘আমরা বোমাবর্ষণে আরেকটি রাত প্রত্যক্ষ করেছি এবং শনিবার ভোরে রকেট উৎক্ষেপণ বেড়ে গিয়েছে।’
তিনি বলেন, ইসরায়েলি হামলায় গাজা শহরের দুটি আশেপাশের এলাকাসহ বেশ কয়েকটি শহরকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ভোরে ইসলামিক জিহাদ (পিআইজে) সশস্ত্র গোষ্ঠীর কমান্ড সেন্টার এবং রকেট লঞ্চারগুলোতে আঘাত করেছে।
শনিবার উভয় পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, মঙ্গলবার থেকে বোমা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ছয় শিশু রয়েছে।
Conquer challenges and rise to the top in our online games! Lucky Cola
Join forces with allies and dominate the battlefield! Lucky Cola