ইসরায়েলি হামলা-অবরোধে গাজার হাসপাতালে শিশুসহ নিহত ২

Share Now..

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা মেডিকেলে বিদ্যুতের অভাবে ইনকিউবিটরে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি শনিবার ইসরায়েলি হামলায় হাসপাতালের আইসিইউতে থাকা আরেকজন নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা রয়টার্সকে বলেন, হাসপাতালটি বর্তমানে ইসরায়েলি সেনাদের অবস্থানের কারণে অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা হাসপাতালের ভিতরে কি অবস্থায় আছি কেউ কল্পনাও করতে পারবে না। সারারাত হাসপাতালের চারপাশে ইসরায়েল-হামাসের যুদ্ধ চলেছে। সেনারা হাসপাতালের ভবনের ভিতরে লক্ষ্য করে গোলা বর্ষণ করছে ।

হাসপাতালের ভিতরে শিশুসহ দুই জন মারা যাওয়ার ঘটনায় ইসরায়েল সামরিক বাহিনীকে জিজ্ঞেস করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সেনা সদস্যরা এই বিষয়ে মুখ খুলেনি। কিন্তু তারা হামাসের বিরুদ্ধে অভিযোগ এনে জানায়, হামাস আল কিদরাসহ বিভিন্ন হাসপাতালে তাদের ঘাঁটি স্থাপন করেছে। তাই হাসপাতালগুলো খালি করতে হবে।

হামাস এই অভিযোগ প্রত্যাখান করে জানায়, তারা কোনো হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি এসবের আশপাশেও কোনো সামরিক কার্যক্রম চালায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *